মানুষটি হয়ত বড্ড রাগী।
সব প্ল্যানের কথা মায়ের কানের সামনে আওড়ানো গেলেও তাঁর সামনে করতে বুক কাঁপে।
কিন্তু এই মানুষটি সব বোঝেন।
কারণ তিনি বাবা।
সেই কোন ছোটবেলায় তাঁর হাত ধরে প্রথম হাঁটতে শেখা।
গায়ে একটু জ্বর এলেই দুশ্চিন্তায় তাঁর রাতের ঘুম উড়ে যায়।
সারক্ষণ আপনার চিন্তাতেই ব্যস্ত।
কারন তিনি বাবা।
আপনি কী করে ভালো থাকবেন?
আপনি কী খেতে ভালোবাসেন?
দেখে দেখে ঠিক সেই জিনিসটাই বাজার থেকে আনেন।
কারন তিনি বাবা।
ঈদের সময় সবচেয়ে ভালো জামাটা আপনাকে কিনে দেওয়া।
আপনার ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে সেই প্ল্যানিং করা।
মনখারাপের সময় পাশে বসে সান্ত্বনা দেয়।
কারন তিনি বাবা।
জীবনের কঠিন সময়ে এই সাহসটা দেওয়া, 'হ্যাঁ, তুই-ই পারবি।একমাত্র তুই পারবি।'
এই মানুষটাই আমাদের জীবনের স্থপতি।
'বাবা'। একটা ডাক। আমার, আপনার, সবার নিরাপদ আশ্রয়স্থল।
নিঃশব্দে ভালবাসার নাম বাবা।
তাঁর স্নেহ ভালবাসা সবটা ধমকের রূপ নিয়ে ফেলে।তাই কেউ কেউ বাবাকে বলে উঠতে পারেন না,বাবা তোমাকে ভালোবাসি।
বাবাকে নিয়ে ফাদার্স ডে-তে বেশি বাড়াবাড়ি করলে হয়ত ধমক খেতে হতে পারে। কিন্তু, একটু গভীরে গিয়ে যদি দেখেন, তারও চোখের কোনে চিকচিক করছে জল, বুকের ভিতর থইথই করছে আবেগ, শক্ত হচ্ছে চোয়াল, হয়ত সে বলে উঠবে পয়সা নষ্ট করিস কেন?
সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছে,
হ্যাঁ আমার বাবাই আমার সুপার হিরো।
আমার হিরোর জীবন আরও আরও সুন্দর হোক,
ভালবাসি তোমায় বাবা।