মনের ভাষা শব্দ হীনা, ছিন্ন হৃদয়বিন
কেমন করে বলবো বল আজ বিদায়ের দিন।
বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন
খুব নিরবে খুজে নেওয়া স্মৃতির আলিঙ্গন।
বিদায় সে তো ছন্দপতন নদীর বয়ে যাওয়ার
ফুল কলিতে ঝরে যাওয়া নিঠুর কোন হাওয়ার।
বিদায় মানে আনমনা মন তালা মনের ঘরে
হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে।
এই আঙিনায় হয় আগমন রঙিন কোন দিনে
আজকে বিদায় তাইতো বিধি ব্যথার আলপিনে।
লক্ষ কোটি শ্রদ্ধা সালাম সকল গুরুজনে
যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে।
তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষাদানে
মন খারাপের সকল সুরই বেজে ওঠে গানে।
রইল বাধা অনেক কথা জীবন নদীর ঘাটে
সুপ্রভাতের উদয় হওয়া সূর্যি গেল পাটে।
বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে।
চলতি পথে একদিন সেতো থামবে অবশেষে।
যদিও বা বিদায় হল এই অঙ্গন থেকে।
স্মৃতিগুলো মালা হয়ে যাক মাধুরী মেখে।
জীবন পথে হয়তো আবার জুড়াবে একই ফ্রেমে।
ততদিনে বিষাদ গুলো মোরা থাকুক প্রেমে।