পাঁচ বছরের পথ চলা,
বন্ধুত্বের নামেই বাঁধা ছিল মেলা।
কাছের মানুষ, হৃদয়ের কাছে,
তবু কেন যে এত বিষ লাগে।

তুই মত্ত নেশায়, হারাস জুয়ায়,
নারীর মোহে তুই দিন ফুরাস।
পরিবারের ডাক তোকে ছোঁয় না,
স্বার্থ আর ভোগে মন তোকে ভোলায়।

আমি দিলাম তোরে কত সুযোগ,
ভালোবেসে বাঁধলাম বন্ধুত্বের যোগ।
তুই করলি ধোঁকা, গিললি মন,
তবু কেন জানি দিলাম প্রতিক্ষণ।

কিন্তু আর না! এ বন্ধ হবে,
ভুল পথে আর মন রাখা যাবে না।
তুই ছিলি ছায়া, বিষাক্ত এক সুর,
আজ তুই থাক দূরে, আমি শান্তির পুর।

যেন কেউ না পায় তোর মতো সঙ্গ,
বন্ধুত্বের নামে ছলনার রঙ্গ।
আমি থাকি সত্যে, ভালোবাসার মাঝ,
তুই থাক ইতিহাসে, ফিকে এক সাজ।