মাঝে মাঝে ভাবি একলা বসে খুব,
হয়তো আর হবে না দেখা প্রিয় কিছু মুখ।
যাদের সাথে হতো দেখা, সকাল রাত ভোর,
হটাৎ করে ছেড়ে গেলে কেমন হবে সে প্রহর।
হয়তো আমায় ভুলে যাবে কিন্তু রয়ে যাবে স্মৃতি,
বহু দিন পর হঠাৎ দেখলে আমায় সম্পর্কর হবেনা তো ইতি।
হয়তো পাশ কেটে এরিয়ে যাবে তড়িঘড়ি করে,
সবকিছুই বিলিয়ে দিবে চরম বাস্তবতার দ্বারে।
আমার সাথে তোমাদের এ সম্পর্ক ভুলো না কোনোদিন,
সবকিছুই হাড়িয়ে যাবে হারাবে না এই সময়ের দিন।
দোয়া করি, আমাদের এই সুন্দর সম্পর্ক,
বেঁচে থাকুক চিরদিন ভালোবাসা আর বিশ্বাসে
কারো হয়তো ঘামে কিংবা কারো দীর্ঘশ্বাসে
বেঁচে থাকুক সম্পর্ক শ্রদ্ধা আর ভক্তিতে
কারো হয়তো অশ্রুতে কারো বা চুক্তিতে।
বেদনার তিক্ত- সাধ যেন, তোমাদের কখনো পেতে না হয়।
তোমাদের আপন করে পাই বা না পাই,
তোমাদের প্রতি এ দোয়া আমার আজীবনের।
সবাই যেমন একদিন বদলে যায়,তোমরাও যাবে,
তেমনি হয়তো, আমিও কোন দিন বদলে যাব।
কিন্তু তোমাদের প্রতি আমার এ অকৃত্রিম ভালোবাসা,
বদলাবে না কোনোদিন সৃতিতে রয়ে যাবে চিরদিন।