অজানা ব্যথা মনের কোণে,
সারা জুড়ে আঁধার যেন ঘন,
কষ্টে ভরা প্রতিটি শ্বাসে,
আমি চলি একা, কেউ নেই পাশে।

ভাঙা স্বপ্নের কাঁচের টুকরো,
মনে যেন বিঁধে আছড়ে পড়ে,
প্রতিটি রাতে, নিঃশব্দ কান্নায়,
আমি হারাই ধীরে ধীরে মনের গহীনায়।

চিন্তার দহন, অব্যক্ত যন্ত্রণা,
দিনরাত মিলে শুধুই নির্জনতা,
হাসির আড়ালে লুকিয়ে যত ব্যথা,
বিষন্নতায় ঢেকে যায় প্রতিটি কথা।

এই বোঝা যেন কমে না কিছুতেই,
ক্ষণিক শান্তি মেলে না কোথাও,
বিষন্ন মন নিয়ে একা বসে থাকি,
আমার শূন্যতা শুধু আমি-ই বুঝি।