নির্লজ্জ সরকার, উলঙ্গ প্রশাসন,
বিবস্র স্বাধীনতা, নগ্ন সমাজ,
মানুষ আছে, মানবতা নেই,
স্বপ্ন মরে গেছে, বেঁচে শুধু লাজ।
ন্যায়ের কণ্ঠ আজ কারাগারে,
অন্যায় হাসে প্রকাশ্যে,
গণতন্ত্র বন্দি ক্ষমতার গহ্বরে,
আলো ঢেকে যায় অন্ধকারে।
পথে পথে ক্ষুধার্ত শিশু,
ভাতের বদলে আশ্বাস পায়,
আকাশ ছোঁয়া অট্টালিকার নিচে,
মানুষ মাটির বিছানা সাজায়।
সারথিরা সব মুখোশ পরেছে,
বিচারের দিনও নিলামে ওঠে,
একটি দেশ, একটি পতাকা,
তবু শাসন কেন পরের হাতে?
হে বাংলাদেশ, লজ্জা দিও না!
জাগো, দাঁড়াও, আওয়াজ তোলো!
বিবেকের আগুন জ্বালিয়ে আবার,
ন্যায়ের সূর্য আকাশে তোলো!