রাজপথে ধুলো উড়ে, শাসকের মুখোশ হাসে,
ক্ষুধার্ত শিশু চেয়ে থাকে, ভাঙা স্বপ্নের পাশে।
রাজনীতি দাবার চাল, গরিবের হাহাকার,
অর্থনীতির কঠিন শ্বাসে, মুছে যায় অধিকার।
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, বেকারত্বের ঢল,
শ্রমিকেরা পথে নামে, ভাঙে নীরবতা-দেয়াল।
সংবাদগুলো রক্তমাখা, সড়কে পড়ে লাশ,
নেতারা দেয় প্রতিশ্রুতি, তবু বঞ্চিত আশ।
ভবিষ্যৎ কোথায় গড়বে? প্রশ্ন ওঠে মনে,
আলো মরে গেছে বুঝি, আঁধার চারিদিকে।
তবু লড়াই থামবে না, স্বপ্ন যারা দেখে,
একদিন আবার উঠবে সূর্য, নতুন আলো ঝরে।