নতুন বলয়ে লেখা হলো ইতিহাস,
রক্তে রাঙানো বিজয়ের উচ্ছ্বাস।
'৭১ দেখেনি নতুন প্রজন্ম,
তবু হৃদয়ে জ্বলে সেই অনলজ্বালা সম।
কত মুগ্ধ, কত সাঈদের বলিদান,
তাদের আত্মায় জেগেছে নতুন স্বাধীনতার গান।
দেখো মা, রণাঙ্গনে আবার বাজে
জয়ের মন্ত্র, বিদ্রোহী সুর সাজে!
রাজপথ হলো জনতার উঠান
লাখো কণ্ঠে গর্জে ওঠে স্লোগান,
মিছিলে মিছিলে প্রকম্পিত নগর,
বুকের আগুনে লাল হয়ে ওঠে প্রান্তর।
মহাপ্রলয় আসুক, ভয় নেই তবু,
শোষণের দুর্গ ভাঙবই সবু।
মুক্তির বাতাসে জ্বলছে প্রদীপ,
বিপ্লবের আকাশে বিজয়ের রীত!
মাফিয়ার কেল্লা ভেঙেছে শেষ,
তোমার দম্ভ আজ শুধুই অশেষ।
বাতাসে উড়িছে বিজয়ের নিশান,
স্বপ্নের মাটি পেলো নতুন প্রাণ!
পাষণ্ডের নির্মম ছোবল,
স্তব্ধ করে না মুক্তির কোল।
গুম-খুনের কালো অক্ষর,
ছিঁড়ে ফেলেছে জনতার প্রহর।
রাত্রির নির্যাতন, ইতিহাসের দাগ,
সারা বিশ্ব হতবাক আজ,
শোনে মুক্তির অগ্নিবাণী,
জনতার রুদ্রবাণী।
নমস্য হলো জনতার হাত,
মহাবীরেরা এঁকেছে স্মৃতির পাত।
৩৬ জুলাই চেতনার মশাল,
যুগে যুগে ছড়াবে আলো একাল!
যে আগুন জ্বলে বুকের ভেতর,
সে আগুনেই আসবে প্রভাতের প্রহর।
শান্তির আকাশ, সুবাতাস বয়ে,
নতুন সূর্য উঠুক এ মাটির বুকে!