মরণেও হবে না আমার মরণ ,
স্মৃতি হয়ে থাকবো তোমার মাঝে আজীবন।
আমার সমাধির ফুল তোমাতেই ছড়াবে সুঘ্রাণ,
আমার সাজানো গোলাপ বাগান তোমায় দিয়ে গেলাম।
আমার গমনে অযত্ন অবহেলায় যতটা হয়ে যাবে নষ্ট,
তোমার যত্নে কলিটা ফুঁটবে হয়ে গোলাপ_
আর বাগানটা হবে মায়াময়ী সুঘ্রাণযুক্ত।
কাঁটা গুলো তুমি ছেটে দিয়ো না_
কাঁটাহীন গোলাপ নাহি মানায়,
কাঁটার আঘাত মনে করিয়ে দিবে আমি হীনা তুমি শূন্যময়।