আজ সময় খুব অল্প,
তাই শেষ হলো গল্প।

কাল আবার হবে দেখা,
যখন তুমি থাকো একা।

শোনাবো এক নতুন গান,
মুগ্ধ হবে তোমার প্রাণ।

টেনে ধরে আমার হাত,
রাখবে তুমি কাঁধে কাঁধ।

হৃদয়ে যদি উঠে ঝড়,
কি জানি হয় তারপর!

যদি হই প্রেমে দিশেহারা,
তুমি কি হবে পথছায়া?