মন আমার আউলা ঝাউলা,
নাকি মনটা আমার বাউলা?

মনটা আমার কবি,
নাকি কষ্টের কোন ছবি?

মন আমার শ্রাবণের নীল আকাশ,
নাকি পড়ন্ত বিকেলের প্রবাহিত বাতাস?

মনটা আমার উত্তাল সমুদ্র,
নাকি গন্তব্যহীন দূর দিগন্ত?

মন আমার সদ্য ফোঁটা ফুল,
নাকি মানবীর খোলা উড়ন্ত চুল?