অপলক চোখ যার,
ছলনাই কাজ তার।

আঁখি তার ভয়াবহ,
ধ্বংস হয় আতংক।

নয়ন তার তারা'র মত,
ঝলসে গেলে হৃদয়ে ক্ষত।

ইশারা তার নেশাময়,
তাইতো করে বিশ্বজয়।

লোচনে তার কাজল মাখা,
বুকটা কেন কয়লা কালো।

নজরে তার থাকে যারা,
নষ্ট যে হয় সবাই তারা।

নেএ তার প্রেমে ভরা,
পাইনি সুখ কষ্ট ছাড়া।