অভিনয়টা ভালোই শিখেছো তুমি
মন দেয়া নেয়ার অভিনয়
স্বপ্ন ভাঙ্গা গড়ার অভিনয়
কাছে আসা দূরে যাওয়ার অভিনয়।
পৃথিবী একটা নাট্যমঞ্চ
তুমি - আমি, সবাই অভিনেতা
তাই বলে তোমার মত
এত নিখুঁত অভিনয়
ক'জনই বা করতে পারে বলো!
কত সহজেই মন ভাঙ্গতে পারো
স্বপ্ন ভাঙ্গতে পারো আপন খেয়ালে
কাছে আসতে পারো আবার
দূরে সরে যাও ইচ্ছেমত।
এক হাতে ঘর ভেঙ্গে তুমি
আর এক হাতে বাঁধো অন্য ঘর
এক চোখে তোমার কষ্টের নদী
আর অন্য চোখে আনন্দ অশ্রুর ঢল।
কত যে নিপুন অভিনয় তোমার আয়ত্বে
বোঝার উপায় নেই কোনো
সত্যি!অসাধারণ অভিনয় তুমি জানো।