বড়ই বিচিত্র এ জীবন
সময়ের সাথে বদলে যায়
জীবনের রেখাপথ,
অদৃষ্টের অদৃশ্য যাদুর কাঠিতে
বদলে যায় সবি
ভাঙ্গা গড়ার খেলা চলে অবিরত
হায়রে নিয়তি!
বাঁচার মানে খুঁজতে খুঁজতে
জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি,
কি পেলাম আর কিবা হারালাম
লাভ-ক্ষতির অংকে ফলাফল শূন্য!
জীবন খাতার প্রতিটি পাতায়
অদৃষ্টের ছায়া।
জীবন সীমারেখার শেষ প্রান্তে
ওত পেতে থাকা মৃত্যু
অপেক্ষা করে বিদায় ঘন্টার,
নিয়তির নির্দেশে মৃত্যুর কার্যসম্পাদন
অবসান ঘটে জীবনের
চিরমুক্তি পায় জীবন।