আজো তোমায় খুঁজে ফিরি
তোমায় এক পলক দেখার জন্য
রোজ ছুটে আসি সেই জায়গায়
যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা
প্রথম চোখে চোখ রাখা, মিষ্টি করে হাসা
মনে মনে কথা বলা।
অদৃশ্য মায়া ছিল তোমার চাহনিতে
দৃষ্টির গভীরে ছিল কামাতুর প্রেম
মনের উঠান জুড়ে ছড়ানো আগমনী বার্তা
হারিয়ে ফেলেছি নিজেকে তোমার মাঝে ।
আমি অপলক চেয়ে দেখি তোমার চাঁদমুখ
যে অবয়ব একেঁছি বুকের ভেতর
ভালোবাসার রংতুলিতে আঁচড়ে আঁচড়ে
ঠাঁয় দিয়েছি মন মন্দিরে।
ভালোবাসা বুঝি এমনই হয়!
ঘরে-বাইরে সারাক্ষণ তোমাকেই খুঁজে যায়,
কোনো কাজেই মন বসেনা
কি যে করি হায়!
কোথায় আছো? কেমন আছো? আছো কতদূরে?
তুমি ছাড়া একলা বলো থাকি আমি কি করে?
পারবোনা গো থাকতে একা
চাই যে শুধু তোমার দেখা
তাইতো সেথায় ছুটে আসি আমি বারংবার
যেই খানেতে প্রথম দেখা হয়েছিল দু'জনার।