তোমার সাথে বিচ্ছেদ আমার
তোমার প্রয়োজনে আমাকে করেছো ব্যাবহার
প্রয়োজন শেষে তোমার
ছুড়ে ফেলে দিয়েছো আবার।
যখনি হয়েছে বিপদ তোমার
ছুটে গিয়েছি বার বার
বিপদ শেষে আবার
করেছো অন্যায় অত্যাচার ।
তবু তোমার সাথে বিচ্ছেদ আমার...
তোমার স্বার্থে করেছো ব্যাবহার
স্বার্থ শেষে দিয়েছ ধিক্কার
দিয়েছো কষ্ট বার বার
আমাকে শুধু করেছো ব্যাবহার ।
তাই তোমার সাথে বিচ্ছেদ আমার...