হয়তো কোন একদিন
কেউ খুঁজে পাবেনা আমায়
দিবনা সাড়া সে দিন আমি
তোমাদের ও কথায়।
পড়ে রবো মাটিরও বিছানায়
ঐ অন্ধকার ঘরে
আসবনা ফিরে কোন দিন
তোমাদেরও তরে।
তোমাদের কাছে এই মিনতি
দোয়া করো একটু খানি।
আমি চলে যাব যে দিন
বেশি মনে পড়বে সে দিন
আমার রেখে যাওয়া সৃতি
ভুলনা তোমরা কোন দিন।
অবশেষে, রেখে আসবে আমায়
মাটিরও বিছানায়
থাকবো একা আমি
তোমাদেরকে ছাড়ায়।
যেখানে কেউ নাই
থাকতে হবে একাই।