জীবন আমার করেছো দান
হে খোদা কেন নিলে প্রাণ!!
    জানতাম না আমি
    বুঝতাম না আমি
ছিলাম যে শুধুই অবুজ।

হাসিয়ে আমায়, কাদালে আবার
   হাসাও তুমি, কাদাও তুমি
   এই কি তোমার বিচার!!
যে আমায় করিল গর্ভে ধারণ
তবে কেন দিলে তার মরণ!!
করেছিলাম কি কোন পাপ
যার কারণে আজ আমার জীবন
               একটা অভিশাপ।

     নিবে যদি প্রাণ
     দিলে কেন প্রাণ,
     আমার এ জীবন
     কষ্টেরই এক পণ,
     মতৃ স্নেহ হীনা
     সদা সারক্ষণ।

সকলে তাহার মায়েরই আদরে
মায়েরই কোলে মাথা রেখে
   করিতেছে জীবন যাপন
আমি কেন পাই না সেই ক্ষণ
হে খোদা কি ছিল মা হারানোর কারণ!!