ভালবাসি তোমায় মাগো
তুমি আমার মন,
ইচ্ছে করে তোমায় ধরে
রাখি সারাক্ষণ।
তুমি আমার লক্ষিসোনা
সুখ পরানের পাখি,
তাইতো আমি তোমায় মাগো
বুকের ভিতর রাখি।
রোদে-তাপে বৃষ্টি-মেঘে
ছায়া হয়ে থাক,
সুখে-দুখে আদর করে
বুকে তুলে রাখো।
ভালবাসি তোমায় মাগো
সবার চেয়ে ভালো,
তুমি আমার অন্ধকারে
জ্বালাও সুখের আলো।