জীবন ঘুড়ির রঙিন সুতো
এখন আমার চোখে
তাই তো দেখিনা স্বপ্ন আমি
সব স্বপ্ন গেছে ভেঙে।
জীবন ঘুড়ি উড়ছে আমার
উড়ছে সীমাহীন
কোথায় যেন গেছে ঘুড়ি
বাঁধা বিন্দা হীন।
আকাশ পাড়ি বাতাস পাড়ি
সবার সাথে দিয়ে আড়ি
উড়ছে ঘুড়ি ছুটছে ঘুড়ি
রঙিন ঘুড়ি আমার জীবন ঘুড়ি।
জীবন ঘুড়ি উড়ছে আমার
হাওয়ার সাথে সাথে
এইতো ঘুড়ি এলো এবার
জীবনের শেষ দার প্রাতে।