সন্ধ্যা মা তুই হারিয়ে গেলি কোন দূর অজানায়
আমি তোকে ছাড়া কি করে থাকি এই দুনিয়ায়
তুই যে ছিলিস আমার দুই নয়নের আলো
তোকে হারিয়ে এখন বুঝি কতো বাসি তোকে ভালো
সন্ধ্যা মা তুই যে আমার হৃদপিণ্ড ছিলি
কেমন করে আমায় একলা ফেলে দূরে চলে গেলি ???
পাবো কি তোকে দূর আকাশের ঐ সন্ধ্যা তারায়
বলনা সন্ধ্যা মা তুই আছিস কোথায়??
তুই যে আমার নয়নমণি, লক্ষি সোনা ছিলি
কেমন করে তুই আমায় ভুলে গেলি??
সন্ধ্যা মা তুই গেলি কোথায় একা আমায় ফেলে
তুই ছাড়া মা আমি থাকি কি করে??