বেয়ে চলা ছুটে চলা
বাঁকা নদী ছোট্ট তরী
দিন বুঝি গতি বিহীন
থামবে কি শেষ বেলা?

ঠিকানা নাই কোথায় যাই
সবুজ সমারোহে উদাসী
পরন্ত সূর্যের ডোবা ডোবা
পাখির ঝাঁকে ঘরে ফেরা।

উড়ন্ত তবুও কি চায় মন
সবুজ শ্যামলে মিশে যেতে
নিজের অজানা করবো কি?
কি ধরি আর কি ছাড়ি।