দরজা খুলতেই ভেতরে এস না।
একটুখানি দাঁড়িয়ে থেক।
তুমি কি জানো?
সকালটা সন্ধ্যেতে গড়াতে
কতগুলো ঘণ্টা, কতগুলো মুহূর্ত নেয়?
মুহূর্তগুলো বয়ে চলে
কতগুলো প্রতীক্ষার নদী বেয়ে?
তুমি চলে গেলে আমাদের ছোট্ট ঘরটা
ধীরে ধীরে বড় হতে থাকে।
ফাঁকা জায়গা গুলো ভরতে থাকে অসীম শূন্যতা দিয়ে।
আকাশী দেয়ালে চেয়ে চেয়ে দৃষ্টিটা শূন্য হয়ে যায়।
চোখ যা দেখে মস্তিষ্কে তার ছাপ পড়ে না।
দরজা খুলতেই ভেতরে এস না।
একটুখানি তাকিয়ে থেক।
শূন্য এ দৃষ্টি পূর্ণতা পায়
শুধুই তোমার দৃষ্টি প্রতিবিম্বে।
(বিঃ দ্রঃ এটি মূলতঃ পূর্ববর্তী কবিতা দৃষ্টি সিঞ্চনের বিপ্রতীপ অংশ )