বুকের মাঝে আনন্দের পারদ আছে নিশ্চয়।
নইলে, তোমার সামান্য উষ্ণতায় খুশির বান ডাকে কেন?

বুকের মাঝে সম্ভাবনার সার আছে নিশ্চয়।
নইলে, চোখের সামান্য প্রশ্রয়ে আশার মহীরুহ হয় কেন?

বুকের মাঝে অভিমানের জল আছে নিশ্চয়।
নইলে, তোমার সামান্য অবহেলায় কান্নার তুষার জমে কেন?

বুকের মাঝে যন্ত্রণার কাঁটা আছে নিশ্চয়।
নইলে, তোমার সামান্য অদর্শণে কষ্টের রক্ত ঝরে কেন?

বুকের মাঝে ভালোবাসার মেঘ আছে নিশ্চয়।
নইলে, তোমার সামান্য আদরে শিহরণের বিজলী জলে কেন?

বুকের মাঝে তোমার গোলাপ মুখ আছে নিশ্চয়।
নইলে, বিবেকের এই ভাগাড়েও আশ্চর্য সুবাস ছোটে কেন?