উজান বেলার অধরা সুখের
সুশোভিত অঙ্গনে
প্রলুব্ধ সময় মশগুল ছিল
মহুল সম্মোহনে
নেশার খেয়ালে সোমরসে ডুবে
ছান্দিক উচ্ছ্বাসে
কেটে গেছে কত মাতাল প্রহর
আবিষ্ট অধিবাসে
আবেগ বিস্ফারে উতরোল মন
সুখের ঘরানা খোঁজে
উত্তরণের স্বরলিপিখানা
নাছোড় নিয়তি যোঝে
বিশুদ্ধ প্রণয় হরিণী দোলায়
আদি ঘোরে খেলে হোলি
তৃষিত হৃদয় বাসর সাজায়
প্রহসন দেয় তালি।
রাহুর বলয়ে দ্রোহে দিশেহারা
চর্যা নারীর অবয়ব
অভিজ্ঞানের ঋদ্ধ জমিনে
অগ্নি ঝরানো অনুভব।