ডাহুকী সন্ধ্যা ডাউকীর জলে
নকশীর কারুকাজে উড়ন্ত আঁচলে
খুঁজে ফেরে চাঁদের বাথান
অদৃশ্য সরোবরে ফোটে ফুল
সুখ সুখ ভাবনারা গলে গলে পড়ে।
প্রতীক্ষিত জ্বলজ্বলে আভা
মোহময় সুরের আকাশ
অকস্মাৎ ঢাকা পড়ে কৃষ্ণবর্ণ মেঘে
ঢেকে যায় মনের উঠোন
তোলপাড় খলবলে বুক
মুহূর্তে ম্লান হয়
দুঃখ দুঃখ খেলে
আঁধারী বাতাস নতমুখে
দীর্ঘশ্বাস ফেলে।
বিবাগী মনটা বার বার প্রশ্ন তোলে
ভালবাসা কাকে বলে
সে কি শুধু মায়ামৃগ
লাল নীল কষ্টেরা গহীন অতলে ?