শব্দ নিজেই জানে না গতি তার
যেমন জানে না আলো
জানেনা সময়।
বোহেমিয়ান জীবন বাসন্তী সন্ধ্যায়
বিথারিত বিস্ফারে মাতালী নেশায়
কথা বলে, ঢেউ তোলে
বৈরাগ্যের সংসারে পেখম সাজায়
ব্যতিক্রমী অনুভবে শৈল্পিক চেতনায়
এ্যালিয়েন মেঘেদের আনাগোনা দেখে
বিগ ব্যাং তত্ত্বের অরিজিন খোঁজে
মহাবিশ্বের নিঃসীম শূণ্যতায়
সোহাগী অঙ্গনে রক্তিম পেয়ালায়
শ্রাবণ ঢলে ভিজে বিনম্র বয়ানে
উঁচুস্বরে আবৃত্তি করে
প্রিয় পংক্তিমালা কিছু
মহাশূণ্যের রহস্য অজানাই রয়ে যায়
সৌরবিশ্বের যাদুকরী আলোর খেলায়
নিকটবর্তী যাবার সময়
ঝরে পড়ে জাগতিক সুখ
মহাজাগতিক শক্তির তাল-গান- লয়
নিভৃত নিলয়ে ঝরে পড়ে হরিৎ কিশলয়
থাকে শুধু সীমিত জীবন যাপনের
যুদ্ধ যুদ্ধ খেলা।