পাতা ঝরার কাল সমাগত প্রায়
বসে আছি সূর্যাস্তের অপেক্ষায়
জীবনটা সত্যিই মোহময়
আমি নুতন ভোরের বিস্তার দেখতে চাই
পল্কা বাতাসে অরণ্যের গান শুনতে চাই
বাধা দিও না প্লিজ, ‘না’ বলো না।
শ্রাবণের ভরন্ত পেয়ালায় পাগলা আষাঢ়ী
নেমেছে দুর্দান্ত লয়ে
মৃত্তিকার শরীরে রূপালী কিংখাব
পার্কের বাতাসে উদাসী সন্ধ্যার কারুকাজ
ঘনায়মান অন্ধকারে মায়াবী আলোর রোশনাই
এমন অ™ভুত সময় নিবিড় মমতায়
কে যেন ভালবেসে সুগন্ধি ছড়ায়
কে যেন ভালবেসে কবিতা শোনায়
আমার বড্ড ইচ্ছে করছে তাকে ছুঁয়ে যেতে।
ঝলমলে স্বপ্নেরা এখনো দ্যুতিময়
বাসন্তী পূর্ণিমা আমাকে জাগিয়ে রাখে
জীবনে আগামীকাল নাও আসতে পারে
এখনই সময়-
জানালাটা খুলে দাও প্লিজ
আমি বৃষ্টির গান শুনবো।