তুমি কথা বলো
আর আমি শুনি
আর সব ভিন্নরকম কথার ছলে।

তুমি মিষ্টি হাসো
আর আমি ভাসি
আর সব ভিন্নরকম জ্যোত্স্নার জলে।

তুমি ছন্দে হাঁটো
আর আমি দেখি
আর সব ভিন্নরকম ছন্দের তালে।

তুমি দু'হাত বাড়াও
আমি আর কিছুই দেখি না।
তুমি দু'হাত বাড়াও
আমি আর কিছুই শুনি না।
তুমি দু'হাত বাড়াও
আমি আর আমার কিছুই না।