তোমায় দেখবো বলে
কাচ-ভেদী দৃষ্টি পাঠালাম জানালা দিয়ে
আর তুমি পর্দা টেনে দিলে
আমার দিকে না তাকিয়েই!

দৃষ্টি ফিরে এলো
প্রণয় এলো না