পৃথিবীর সব সুখ
লুকিয়েছে শকুনের কালো ডানায়।
একাকী রাগিণী,
আটকে যায়,
ঝরে যায় সুর হয়ে ওঠার আগেই।
শীতের একলা রাত
যখন ভয়ঙ্করভাবে দীর্ঘ হয়ে ওঠে,
ঘরের ভেতরে থাকা নাতিদীর্ঘ গাছ
যখন ভৌতিক ছায়ায় বিকশিত,
কারো সাথে কথা বলার জন্য
মন যখন ব্যাকুল,
তখন তুমি ছিলে না......
আমি স্বার্থপর নই,
আত্মকেন্দ্রিকও নই,
কিন্তু তোমার প্রস্থান শিখিয়েছে
নিজেকে কীভাবে বন্ধু বানাতে হয়।