বন্ধ হাসির দরজা;
বন্ধ বাতায়ন।

গণ মুক্তির মতই- শৃঙ্খলিত দুঃখেরা
আজ উড়ে বেড়ায়,
প্রজাপতি হয়ে!

কে কবে চপেটাঘাত করেছিল প্যান্ডোরার ঝুলিতে,
তার জেরে জেঁকে বসেছে গোমড়ামুখো অবসাদ,
পত্র ঝরে এখন বছর জুড়ে!