দুঃস্বপ্নের পদ্যগুলি ফুরোয়নি
বেদনার ছাই ফুঁড়ে জাগেনি কোন ফিনিক্স পাখি!
ভাষা জেনে যাওয়া কষ্টেরা আজও নির্বাক মিছিল করে বেড়ায়,
দুঃখের দংশনে নীল আজ সারা গা ।

যে একতারার সুতো ছিড়ে রক্ত ছিটকেছে
সহসা তাতে সুর কোথা থেকে আসবে, নিরুপমা!
নতুন বুনন আর কিসে হবে?
তোমার দেয়া রিক্ততা ফাটল ধরিয়েছে কাটুনির আঙুলের ডগায়!

নিরু আর ফিরে আসেনি
আর তাই......

বেদনার ছাই ফুঁড়ে জাগেনি কোন ফিনিক্স পাখি!