১.
ফাগুন মাসের বৃহস্পতিবার বিকেলে আবার মিছিল হলে,
জলপাই রঙা জীপ থেকে সেনারা নেমে গুলি করলে,
সব বুলেট যেনো আমার ফাঁকা মস্তিষ্কটাকে ভেদ করে যায়,
তবুও তুমি ভালো থেকো।
২.
পৃথিবীটা আবার নষ্ট হয়ে গেলে,
ঝড়-সুনামী-টাইফুন কিংবা প্রলয়ঙ্কারী ভূমিকম্প এলে,
সব যেনো আমার অন্তঃসারশূন্য দেহটার উপর বয়ে যায়,
তবুও তুমি ভালো থেকো।
৩.
পৃথিবী জুড়ে আবার বিশ্বযুদ্ধ লাগলে, ফোরাত চিরে স্বর্ণের পাহাড় বেরুলে,
ঢাল-তলোয়ারের খন খন আওয়াজ বা আণবিক বোমার বিকট বিস্ফোরণ হলে,
সবটুকু যেনো আমার বরফশীতল হাতের তালুকে আঘাত করে যায়,
তবুও তুমি ভালো থেকো।
৪.
কোনো কৃষ্ণগহ্বর এসে এন্ড্রোমিডা আর মিল্কিওয়েকে গ্রাস করলে,
দূর হতে কোনো গ্রহাণু ছুটে এসে মঙ্গলকে ক্ষতবিক্ষত করলে,
সব যেনো আমার এই মহাবিশ্বের মতো ফাঁকা অস্তিত্বটার উপর দিয়ে যায়,
তবুও তুমি ভালো থেকো।
৫.
তবুও তুমি ভালো থেকো,
যেখানে আছো, যেভাবে আছো
ভালো থেকো,
সৌরজগত পেরিয়েও যদি তোমার দেখা না পাই,
সাগরের অতল গভীরেও যদি তোমারে খুঁজে না পাই, তবুও তুমি ভালো থেকো।