স্বর্গের রাস্তা জানো প্রিয়তমা?
সেখানে নাকি সকলে যেতে চায়!
কি আছে স্বর্গে?
ওরা বলেছে,
স্বর্গে আছে,
সৃষ্টির শ্রেষ্ঠতম সুখ,
সৃষ্টির আদিমতম সুখ,
সৃষ্টির আধুনিকতম সুখ।
প্রিয়তমা, তবে জেনে রেখো,
পৃথিবীর শ্রেষ্ঠতম সুখ দিয়েও,
পৃথিবীর সুন্দরীতম রমণীকে দিয়েও,
ওরা আমাকে দিয়ে বলাতে পারবে না স্বর্গই সেরা!
কারণ
যে স্বর্গে তোমার আমার মিলন নেই,
যে স্বর্গে তোমার হাতে আমার হাত নেই,
যে স্বর্গে তোমার চোখে আমার চোখ নেই,
যে স্বর্গে তোমার অপ্সরী হাসি নেই,
সে স্বর্গ আমার কাছে সর্বনিকৃষ্ট নরক!