স্বাধীনতা,
তোমায় আপন করে নেবো
যখন ফুটপাতে ঘুমানো,
রুগ্‌ণ শরীরের ছেলেটা
মাথা গোঁজার একটা ঠাঁই পাবে।