কুয়াশাঘেরা রাতে,দেখেছিলাম তাকে,
কালো, ছায়ার মতো একটা অবয়ব,
বসে ছিলো পথের ধারে,
হাতে নিয়ে সাদা একটি গোলাপ, 
যার পাপড়িগুলো একে একে যাচ্ছিলো ঝরে,
তাকে ভালোমতো দেখতে একটু এগুতেই,
হাওয়ায় মিলিয়ে গেলো সে,
মিলিয়ে গেলো সাদা গোলাপ,
ধূলোমাখা পথে কেবল পড়ে রইলো কয়েকটি সাদা পাপড়ি।