সাবধান, বাহাদুর, সাবধান!!
প্রতিবাদ করতে কিছুর দরকার হয় না,
শুধু একটা ক্ষুধার্ত পেট দরকার,
যে পেটে অনন্তকাল ধরে হাবিয়া'হর আগুন জ্বলছে, আর তাকে পাখা নেড়ে নেভানোর ব্যর্থ চেষ্টা করা হচ্ছে।
পাখা নাড়ানোর কাজটি করছে নীল রঙা শাইত্বন, যার কুমন্ত্রণা আটকে দিয়েছে অন্ননালী,
যার শীতল নিশ্বাস ক্রমশ বয়ে চলছে ধমনী-শিরা-উপশিরা বেয়ে, বার বার হাবিয়া'হর আগুন নেভানোর চেষ্টা করছে।
তবে, বাহাদুর, সাবধান! হাবিয়া'হর আগুন সহজে নেভবার নয়, পেট থেকে তা মুখ দিয়ে উগড়ে ফেলতে কিছু সময় লাগে মাত্র। আগুনের হলকায় তো শাইত্বন তো ভস্ম হয়ে যাবে, কিন্তু তোমার কি হবে, বাহাদুর?
সাবধান, বাহাদুর, সাবধান!!