গ্রীষ্মের তাপে,
বরষার বারিতে,
শরতের শিউলিতে,
হেমন্তের ধানে,
শীতের কুহেলিকায়,
আর বসন্তের কোকিলে,

আমি শুধু কল্পনা করেছি তোমায়
কল্পনা করে মরেছি সারা দিনরাত,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম সুখ সেটি।