পাতাটা ছিঁড়ে কি লাভ?
পাতাটা সরিয়েই বা কি লাভ?
ছেঁড়া পাতার জায়গায় নতুন পাতা গজাবে,
একটি নয়
এক গুচ্ছ,
তোমরা সেদিন থাকবে তো?
পেছন থেকে যে হায়েনা তোমাদের হাত দিয়ে পাতা ছিঁড়লো,
পেছন থেকে যে হায়েনা তোমাদের হাতে লাঠি দিয়ে পাতাকে রক্তাক্ত করলো,
শত পাতা আর গাছের ভীড়ে সে হায়েনা টিকবে তো?
আমি আছি
আমরা আছি,
ছেঁড়া পাতার সাথে
নতুন গজানো পাতার সাথে,
এক হয়ে
সবকিছুর হিসেব মিটিয়ে দেবো।