পারবো না আর কাউকে ভালোবাসতে,
পারবো না আর কাউকে দিতে রাত দুটোয় শুকনো গোলাপ,
কিংবা খোলা চিঠি, যা লিখে শেষ করেছি আমার সমস্ত কলমের কালি।
পারবো না আর কাউকে নিয়ে ভাবতে,
যেখানে কল্পনায় শুধু তুমি মেঘ হয়ে ভেসে বেড়াও,
হেসে খেলে বেড়াও, রাজহংসী হয়ে দাপিয়ে বেড়াও শুভ্র হৃদ।
পারবো না আমি আর কাউকে নিয়ে গান গাইতে
গান গেয়ে তো আমার গলাটাই নষ্ট করে ফেলেছি,
হারিয়ে ফেলেছি চোখের দৃষ্টি আর চিন্তাশক্তি, তাই এখন আর কবিতাও লিখতে পারছি না। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ।