ফিলিস্তিন, আমাকে কাঁদায় না,
আমাকে ভাবায়
ঠিক কতটা নিকৃষ্ট হলে
শিশুদের মেরে ফেলা ওরা
ঠিক কতটা নরপশু হলে
হাসপাতালে বোমা ফেলে ওরা
ঠিক কতটা হিংস্র হলে
লাখ লাখ মানুষকে অভুক্ত রাখে ওরা

ইস্রায়েল এবং তাদের পশ্চিমা প্রভুদের প্রতি আজন্ম ঘৃণা।