প্রার্থনাতে ঝড়ানো অশ্রু জমে জমে
সাগর হয়ে হয়ে যায়,
অপেক্ষা করা সময়গুলো ধীরে ধীরে,
মহাকাল হয়ে যায়,
না বলা কথাগুলো
জমে জমে উপন্যাস হয়ে যায়,
আর বিসর্জনগুলো নিভৃত অন্ধকারে পচে পচে
ভেতরটাকে পুরো ফাঁকা করে দেয়;

আর কত অশ্রু ঝড়ালে, আর কত সময় অপেক্ষা করলে, আর কত কথা জমিয়ে রাখলে, আর কত বিসর্জন দিলে,

আপনাকে কাছে পাওয়া যাবে, হে প্রিয়?