আমাকে মুক্তি দাও!
আমাকে একটু মুক্তি দাও!

সে কবে চলে গিয়েছিলে
মনে নেই,
শুধু মনে আছে
ভিতরটা আজ ফাঁকা,
চোখ দুটো বড় ক্লান্ত,
আর অনুভূতিগুলো অনুভূতিহীন!

সে অনেকদিন হলো
শান্তি মতো ঘুমোতে পারি না,
প্রাণ ভরে হাসতে পারি না।
আসবে না জেনেও
অপেক্ষা করি,
ঘুম, হাসি, জীবন, অনুভূতি সব ত্যাগ করে।
অপেক্ষা করি,
প্রাণহীন দেহটা নিয়ে।

এবার একটু হলেও মুক্তি দাও, দেবী!