চলো, কাশ বনের ধার ঘেঁষে বয়ে চলা
আঁকাবাঁকা নদীটার বুকে ভেলা বানিয়ে ভেসে যাই,
পৃথিবীর কোলাহল থেকে দূরে,
মানুষের হিংস্রতা থেকে দূরে,
শুধু তুমি আর আমি,
আর নীল আকাশের এক খণ্ড মেঘ।