তারপর সময়ের স্রোতে কতবছর হারিয়ে গেছে
ধূ ধূ মরুভূমিতেও এখন নতুন গাছ গজিয়েছে,
কেবলমাত্র একটি জায়গা ছাড়া-
যেখানে আমাদের ক্যাঁকটাস লাগানোর কথা ছিলো।
সুবহে সাদিকের পরে যে চোখ দুটো জুড়ে জলপ্রপাত বইতো,
সে চোখ এখন শুকিয়ে থাকে, ভাবলেশহীন ভাবে-
অতিথি পাখির সাথে দুর প্রবাসে উড়ে গেছে
পাহাড়ের নির্জনে শুকনো পাতার ঘর বুনবার যে ইচ্ছেগুলো ছিলো।
বসন্তের কোকিলে এখন আর মন ভোলে না
বসন্তরাজই আসে না এ পাষাণ হৃদয়ে-
ছন্নছাড়া বায়ুতে আর কতকালই-বা নিশ্বাস নেয়া যায় বলো,
অন্ধকার কাটিয়ে তবুও ভালো থেকো, আমার একান্ত মায়াবতী আলো।