মাধবীলতা,
এমনটা না হতেও পারতো,
পাহাড়ের কোনো উপত্যকায় ছোট্ট ঘর বেঁধে থাকতাম,
জগতের সকল ঝামেলা ফেলে
আমাদের ছোট্ট সুখের নীড়।
মাধবীলতা,
এমনটা না হলেও পারতো,
না ফেলে চলে যেতেও পারতে এ মহাসমুদ্রে
যেখানে আমার আঁকড়ে ধরার মতো খড়কুটোটুকুও নেই!
মাধবীলতা,
জানি ফিরবে না,
তবুও তোমার অপেক্ষাতেই থাকবো।