তারা যে রুক্ষ হাতে তোমাদের জন্য ফসল ফলায়
সে হাত এক বার ধরে দেখো,
তারা যে শরীর রোদে পুড়িয়ে তোমাদের ক্ষুধা মেটায়
সে শরীরের একবার যত্ন নিয়ে দেখো,
তারা যে পেট খালি রেখে গোটা দেশের পেট ভর্তি করে,
সে পেটের খবর একবার নিয়ে দেখো,
অনেক দেরি হবার আগেই!
এ রুক্ষ হাত আরো রুক্ষ হয়ে গেলে,
এ শরীর রোদে পুড়ে শক্ত হয়ে গেলে,
এ পেটের ভেতর আগুন জ্বললে,
পূব আকাশে লাল সূর্য উঠতে বেশি সময় লাগবে না।