অনেক সময় পরে,
প্রাচীন এক শহরে,
পুরোনো দূর্গটার পাঁচিলের এক ফাঁকে,
একটা ছোট্ট সবুজ লতা গজিয়ে ছিলো।

একদিন রাতে,
সে লতায় ফুটলো একটি লাল রঙা ফুল।
জোনাকিরা এসে বসলো,
সে ফুলের পাঁপড়িতে।
কয়েকটি নয়, হাজার হাজার জোনাকি।
পুরোনো দুর্গ আবার আলোকিত হয়ে উঠলো,
তার যৌবন কালের মতো।

সকালে প্রজাপতিরা এলো,
নানা রঙের হাজার হাজার প্রজাপতি।
লাল ফুলকে ঘিরে খেলা করলো তারা মন ভরে।
এভাবে জোনাকি আর প্রজাপতিদের খেলায়,
বেড়ে উঠলো লতাটি, গজালো আরো লাল রঙা ফুল।

তারপর একদিন শহরের বুকে এলো পঙ্গপালের দল,
মরা নগরীতে কিছুই পেলো না তারা, লাল রঙা ফুলগুলো বাদে।
ক্ষুধার্ত পঙ্গপালেরা ঝাঁপিয়ে পড়লো লতাটির উপর, ঝাঁপিয়ে পড়লো লাল রঙা ফুলগুলোর উপর।
জলপাই-কালো-নীল-সাদা-গেরুয়া রঙা পঙ্গপালের সমুদ্রে ঢাকা পড়ে গেলো সবুজ-লাল রঙা লতাটি।
সন্ধ্যায় জোনাকিরা এলো লাল রঙা ফুলগুলোকে আলোকিত করতে,
কিন্তু সেখানে কিছুই পেলো না তারা, পেলো শুধু লাল রঙা ফুলগুলোতে খেলতে আসা প্রজাপতির অসংখ্য নিথর দেহ।

সে শহরে এরপর আর কখনোই জোনাকির আলোয় আলোকিত হয়নি।