গতকাল বরষার পরে সোঁদা মাটির সুবাস এসেছিলো,
ভেজা দাঁড়কাক পরিপাটি হয়ে বসেছিলো
আমার কার্নিশে।
দূরে ছাতা হাতে বাড়ি ফিরছিলো স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের দল।
এমন বরষা এলেই মনে পড়ে কৃষ্টপুর,
কাদায় গড়াগড়ি খাওয়া বাতাবিলেবুর ফুটবল,
কচুপাতা মাথায় দিয়ে বাড়ি ফেরা গৃহিণীর ঝাঁক;
নতুন জলে টইটম্বুর মজাপুকুর,
কাগজের নৌকোয় পাড়ি দেয়া কল্পনার সাত সাগর।
এখন খুব বেশি বড় হয়ে গিয়েছি,
বিষাদবরষা ভালোবেসে;
কৃষ্টপুরকেই কবে যেনো ভুলে গেছি।